আজ "মুসলিম রেনাসাঁর" কবি ফররুখ আহমেদের ৯৬তম জন্মদিন..
লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ১০ জুন, ২০১৪, ০৮:০৪:২৮ রাত
আজ মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের ৯৬তম জন্মদিন....
তার কবিতা,গল্প,উপন্যাস এর মধ্যে সেরা কয়েকটি রচনা হলঃ
সাত সাগরের মাঝি,
সিরাজাম মুনীরা,
নৌফেল ও হাতেম ও মুহূর্তের কবিতা,সহ অনেক...
উল্ল্যেখ যোগ্য পুরুস্কারঃ
পুরস্কার বাংলা একাডেমী পুরস্কার
(১৯৬০), একুশে পদক
(১৯৭৭), স্বাধীনতা পদক(১৯৮০)
তিনি মাসিক "মুহাম্মদী" পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন,এবং তিনি বেতাঁরে কাজ করেন।
দম্পতি সৈয়দা তৈয়বা খাতুন (লিলি) সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি তার নিজের বিবাহ সম্মন্ধে "সওগাত"নামে একটি কবিতা লিখেন এবং তাহা একটি খবরের কাগজে প্রকাশ করা হয়।
ফররুখ আহমদ (জন্ম:জুন ১০,১৯১৮ -
মৃত্যু:অক্টোবর ১৯,১৯৭৪) একজন
প্রখ্যাত বাংলাদেশী কবি। এই
বাঙ্গালী কবি 'মুসলিম রেনেসাঁর কবি'
হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।
তাঁর কবিতায় বাংলার অধঃপতিত মুসলিম
সমাজের পুনর্জাগরণের
অণুপ্রেরণা প্রকাশ পেয়েছে।
বিংশ শতাব্দীর এই কবি ইসলামী ভাবধারার
বাহক হলেও তাঁর কবিতা প্রকরণকৌশল,
শব্দচয়ন এবং বাক্প্রতিমার অনন্য
বৈশিষ্টে সমুজ্জ্বল। আধুনিকতার সকল লক্ষণ তাঁর কবিতায় পরিব্যাপ্ত।
তাঁর কবিতায় রোমান্টিকতা থেকে আধুনিকতায় উত্তরণের ধারাবাহিকতা পরিস্ফুট।
মুসলিম সমাজ পৃথিবীতে যতদিন থাকবে ততদিন এই মহান কবি সকল মুসলমানের কাছে অমর হয়ে থাকবে।
--স্যাঁলুট..
#গুগল#সাইদুর
বিষয়: বিবিধ
৯০৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অজান্তে গড়ে উঠে বন্ধুত্ব
তা হতে পারে অপ্রত্যাসিত কোন ব্যক্তির
সাথে , সময়ের প্রয়োজনে জীবনের
বাস্তবতায় আবার তার বিচ্ছেদ ও ঘটে ,
প্রয়োজনের তাকিদে অনেক
দূরে চলে গেলেও যেনো মুছে না ফেলি সৃতির
পাতা থেকে কেউ কাউকে ।
মন্তব্য করতে লগইন করুন